1. [email protected] : News room :
খ্যাতিমান নাট্যকার মমতাজ উদ্দীন চিতনিদ্রায় শায়িত - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

খ্যাতিমান নাট্যকার মমতাজ উদ্দীন চিতনিদ্রায় শায়িত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

সোমবার সকালে খ্যাতিমান নাট্যকার অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ এর ঢাকায় ২য় দফায় জানাজা শেষে সকাল ১১ টার দিকে ফ্রিজিং ভ্যানে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এর উদ্দেশ্যে রওনা হয় এবং রাত সাড়ে ৮ টায় মরদেহবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স ভোলাহাটে পৌছে। ভোলাহাট উপজেলার বজরাটেক কানারহাট গ্রামে বাবার কবরের পাশে সোমবার রাত সাড়ে ১০ টায় জানাজা শেষে মরহুমের মরদেহ দাফন করা হয়। জানাজায় চাঁপাইনবাবগঞ্জ ১ ও ২ আসনের এমপি আমিনুল ইসলাম ও ডাঃ সামিল উদ্দিন আহমেদ,সাবেক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস, মোঃ জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রাভাষক রাব্বুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী,স্বজন ও এলাকাবাসী অংশ নেন। মমতাজ উদ্দীন আহমদ ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাশে ভারতের মালদায় জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করলেও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় বসবাস শুরু করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ জুন রবিবার বিকেল ৩ টা ৪৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাট্যকলায় অনন্য অবদানের জন্য মমতাজ উদ্দীন আহমেদ ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য স্বজন,গুনগ্রাহী ও হিতাকাংখি রেখে যান।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর