1. [email protected] : News room :
খাগড়াছড়িতে অভিযানের মুখে গণপরিবহন সংকটে ভোগান্তি - লালসবুজের কণ্ঠ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে অভিযানের মুখে গণপরিবহন সংকটে ভোগান্তি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ি পৌরসভা এলাকায় চলাচল করা ব্যাটারি চালিত অটোরিক্সায় শৃঙ্খলা আনতে অভিযান চলছে। সকাল থেকে পৌরসভা কার্যালয়ের সামনে লাইসেন্স বিভাগের কর্মীরা এ অভিযান শুরু করেন। অটোরিক্সার লাইসেন্স নবায়ন না থাকা ও ডান পাশ বন্ধ না থাকায় শতাধিক অটোরিক্সা জব্দ করা হয়।
হঠাৎ করে পৌর কর্তৃপক্ষের অভিযানে অটোরিক্সা জব্দ ও খবর ছড়িয়ে পড়লে সড়ক গুলো গণপরিবহন শুন্য হয়ে পড়ে। এতে করে স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন কাজে বের হয়ে লোকজনদের গন্তব্য পৌঁছতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পৌরসভার কর্মীদের পাশাপাশি অটোরিক্সার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টাকালে পুশিশ কয়েকজনকে আটক করে। এ সময় শ্রমিকদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র জানান, যানজট ও দুর্ঘটনা মুক্ত শহর গড়তে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত বছর থেকে চেষ্টা চলছে। করোনা ও লক-ডাউনের কারণে এ উদ্যোগ মাঝখানে বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে। গেল জুন মাস থেকে এ বিষয়ে সর্তক করে প্রচারণাও করা হয়।

আরিফুল/স্মৃতি
0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর