চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের গরুর খামারিরা। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে কুরবানির পশুর সংকট হবে না জেলায়।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলায় ছোট বড় ও পরিবারিকভাবে ১২ হাজার ৬’শ ২৪টি খামারে ৮৭ হাজার ৯’শ ৫৪ টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে, ষাঁড় ২১ হাজার ৩৮৭ টি, বলদ ১৪ হাজার ৮১৪ টি, গাভী ১১ হাজার ২৫১, মহিষ ৩ হাজার ৫৮, ছাগল ২৭ হাজার ৬৭৫, ভেড়া ৯,৭৫৮ টি ও অন্যান্য রয়েছে ১১টি।
কোরবানী ঈদকে সামনে রেখে প্রতি বছর খামারিরা গরু পালন করে আসছেন। প্রাকৃতিক পদ্ধতিতে হৃষ্ট-পুষ্টকরণ করা হচ্ছে এসব গরু। ক্ষতিকর স্টেরয়েড জাতীয় ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করেন না তারা। প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার দিয়ে থাকেন খামারিরা। এবার গো-খাদ্যের দাম তেমন বাড়েনি বলে জানালেন খামারিরা। এ খাতের প্রতি সরকার নজর দিলে ভারত থেকে থেকে গরু আনার আর প্রয়োজন পড়বে না।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মীম বরেন্দ্র এগ্রো প্রাইভেট লি ঃ এর মালিক আলী নূর সেলিম জানান, বছরে একটি গরু পালন করতে খরচ হয় ৮৪ হাজার টাকা। তার খামারে বতর্মানে ৮৬ টি গরু রয়েছে। নিয়মিত খাবারের মাধ্যমে স্বাস্থ্য-সম্মতভাবে গরু পালন করা হয়। কোন প্রকার ক্ষতিকর জাতীয় ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করা হয় না। ইতিমধ্যে গরুর ব্যাপারিরা খামারে এসে গরু দেখে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় গরুগুলো পাঠানো হবে।
এদিকে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, খামারিদের উদ্বুদ্ধ করা হচ্ছে গবাদি পশু পালনের জন্য। প্রতিনিয়ত খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। এছাড়া জেলায় কোরবানির পশুর সংকট হবে না।
Leave a Reply