কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে মিনা দিবস-২০১৯ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও যেমন খুসি তেমন সাজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, আইসিটির প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, প্রবীর মিত্র, সাঈদুল ইসলাম ও হারুন-অর- রশিদ।
Leave a Reply