নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফরিদ উদ্দীন (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ধাইনগর ইউনিয়নের মৃত মাজেদ আলী মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৫ জুন) নিজ এলাকায়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদ উদ্দীনের একটি পালিত ছাগল বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত কুয়ায় পড়ে যায়। এসময় ছাগলটি বাঁচাতে কুয়ার উপর হতে চেষ্টা করেন তিনি। হঠাৎ করেই পা পিছলে কুয়ার ভিতরে পড়ে মারা যান ফরিদ উদ্দীন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই আবদুল মতিন জানান,স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে আটটার দিকে নিহতের মরদে উদ্ধার করে। পরিবারে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply