লালসবুজের কন্ঠ,নিউজ ডেস্ক
কুষ্টিয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তোফাজ্জেল হোসেন (৪০) নামের এক কলেজশিক্ষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা সেতুর ওপর এই ঘটনা ঘটে।
আহত কলেজশিক্ষক বাঁশগ্রাম আলাউদ্দিন আহাম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজের কাজ শেষে দুপুরের দিকে মোটরসাইকেলে কুষ্টিয়ার দিকে রওনা দেন তোফাজ্জেল। পথে বংশীতলা সেতুর ওপর এসে পৌঁছালে ১৫-১৬ জন যুবক তাঁর পথরোধ করে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তোফাজ্জেলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে তোফাজ্জেলের ছেলে হাসিফ বলেন, ‘আমাদের এলাকায় প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। আমরা জানতে পেরেছিলাম, তারা আমাদের ওপর সুযোগ পেলেই হামলা চালাবে। ওরাই আমার বাবাকে একা পেয়ে হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে।’এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর শালঘর মধুয়া গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘দুই গ্রুপের দীর্ঘদিনের বিবাদের কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে, এখন অভিযানে আছি।’
নিউজ ডেস্ক/স্মৃতি
Leave a Reply