1. [email protected] : News room :
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

কিশোরগঞ্জ সংবাদদাতা:

কিশোরগঞ্জ অষ্টগ্রামে কৃষক আব্বাস আলী হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ বৃহস্পতিবার সকালে আদালতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, মঙ্গু মিয়া, জঙ্গু মিয়া, মঞ্জু মিয়া, এনায়েত, কাকন মিয়া, কাজল ও দুলু মিয়া। তাদের মধ্যে মঞ্জু পলাতক আছেন।

মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্তল শেখেরহাটি গ্রামের কৃষক আব্বাস আলীকে তার নিজ বাড়িতে বল্লমের আঘাতে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে ওই দিন রাতে ১১ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল করিম। অভিযোগপত্রে দুই জনের নাম বাদ দেয়া হয়। বিচার চলাকালে আসামি পুতুল বেগম ও নওয়াব মিয়ার মৃত্যু হওয়ায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। রাষ্ট্রপক্ষে এপিপি এ. সৈয়দ শাহজাহান ও আসামি পক্ষে এড. রাখাল মামলা পরিচালনা করেন।

36Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর