1. [email protected] : News room :
কাল ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী - লালসবুজের কণ্ঠ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

কাল ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

ঢাকা অফিস: দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন তিন দিনের সরকারি সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন।

এ সময় তিনি বাংলাদেশসহ তাজিকিস্তান, কিরগিস্তান ও কাতার দেশ সফর করবেন। খবর বাসস।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের সঙ্গে শিউলের কূটনৈতিক বৈচিত্র্য কৌশলের অংশ হিসেবে মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণের লক্ষে লি এ সফর করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ওই দিন বিকাল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে অভ্যর্থনা জানাবেন।

এ সফরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের কথা রয়েছে। সফর শেষে সোমবার রাত ১১টায় তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

14Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর