চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে । মঙ্গলবার ২৮ মে দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সচিব ফারুক আহমেদের উপস্থাপনায় পরিষদ চেয়ারম্যান মো: বেনাউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের পর এ বাজেট ঘোষনা করা হয় । ঘোষিত বাজেটে ২০১৯-২০২০ অর্থবছরে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট আয় ২ কোটি ৫৮ লক্ষ ৭ হাজার ৬ শত ৬ টাকা এবং সর্বমোট ব্যয় ২ কোটি ৪৯ লক্ষ ৩৯ হাজার ৬ শত ৫৪ টাকা ধরা হয় । সভাপতি তাঁর বক্তব্যে উক্ত বাজেটকে ইউনিয়নের জন্য একটি সুষম ও ডিজিটাল উন্নয়নের বাজেট বলে সঠিকভাবে তা বাস্তবায়নের গুরুত্বের কথা বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে তা সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন । এছাড়াও বাজেট সভায় ইউনিয়ন পরিষদ সচিব ফারুক আহমেদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, সাধারণ জনগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংরক্ষিত মহিলা সদস্যগণ নারী উন্নয়নের জন্য বাজেট বাস্তবায়নে নারীদের অংশ গ্রহন নিশ্চিত করার আহ্বান জানান ।
Leave a Reply