নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাট আব্বাসবাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভেজালবিরোধী মোবাইল কোর্টে এক মিষ্টির হোটেলকে অর্থদন্ড করা হয়েছে । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে দুই ভাই মিষ্টান্ন ভান্ডার নামক মিষ্টির হোটেলকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যহানীকর এ ধরণের কর্মকান্ড হতে বিরত থাকার নির্দেশ দেয়া হয় । এছাড়াও শিবগঞ্জে একটি এবং কানসাটে বাজারে আরো দুটি হোটেলকেও অর্থদন্ড দেয়া হয় । মোবাইল কোর্টে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন ।
Leave a Reply