কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের পাশে কাটা পাহাড় থেকে দুই অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সকালে কলাতলী বাইপাস সড়কের পাশে কাটা পাহাড় নামক স্থান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে- তারা মাদক কারবারি। ভাগবাটোয়ারা নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হতে পারে। পুলিশ তাদের পরিচয় পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিচয় পাওয়া গেলে আরও বিস্তারিত জানা যাবে।
Leave a Reply