নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয় প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম বলেছেন তিনি উপজেলা পরিষদ ও ব্যক্তিগত উদ্যোগে উপজেলাজুড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।বর্তমানে তিনি শততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আরও উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতা কর্মীসহ গ্রামগঞ্জের সাধারন মানুষ তাঁকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। তাদের অনুরোধ রক্ষায় তিনি মাঠে নেমেছেন এবং উপজেলাজুড়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে পথসভা ও গনসংযোগ অব্যাহত রেখেছেন।
তিনি আরও বলেন,অপরকিল্পিত হাজারও উন্নয়ন মানুষ মেনে নিতে পারেনা। তিনি এমপি নির্বাচিত হলে সকল উন্নয়নের অংশিদার হবে প্রতিটি ভোটার। সবার মতামতের ভিত্তিতে একটি পরিকল্পিত মডেল উপজেলা গড়ে তোলা হবে।
স্বাস্থ্য,শিক্ষা,বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সে ক্ষেত্রে তরুণরাই অগ্রাধীকার পাবে। তবে বয়স্করা থাকবেন শ্রদ্ধার পাত্র হয়ে। তাঁদের জন্য আলাদা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তিনি শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার শ্যমিপুর ইউনিয়নের চামাবাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের পরিচালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, , জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাঃ আব্দুল আওয়াল গনি জোহা,উপজেল যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, মুক্তিযুদ্ধ সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডের সহ-সভাপতি আল মামুন,
উপজেলা কৃষকলীগের সভাপতি তুষার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক মানিক, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক বাকি, পৌর ছাত্রলীগের সভাপতি আলী রাজ সাধারণ সম্পাদক ডলার রকি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক কবিরসহ অন্যরা।
সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য দেয়ার সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় নজরুল ইসলামকে আগামী জাতীয় সংসদে এমপি হিসেবে দেখতে চাই। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইসলাম অত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে মঞ্চে উঠিয়ে জননেতা সৈয়দ নজরুল ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার এমপি হিসেবে দেখতে চাই কারণ তিনি অতীতেও ছিলেন আওয়ামী লীগের সাথে বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, করোনা কালীন সময়ে ও বিপদ-আপদে সবসময়একমাত্র নজরুল ইসলাম ভাই কে পাওয়া যায় তিনিই একমাত্র যোগ্য প্রার্থী এই বলে বক্তব্য রাখেন ও হাত সবার হাত উঠিয়ে সমর্থন নেন। উঠান বৈঠকটি জনসমাবেশে পরিণত হয়েছিল।
Leave a Reply