বিনোদন ডেস্ক: ‘আয়নাবাজি’ ছবি নির্মাণের পর ব্যাপক প্রশংসিত হন অমিতাভ রেজা চৌধুরী। সম্প্রতি তিনি ‘রিকশা গার্ল’ নামক ছবির কাজ করছেন।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ছবিটি মূলত রিকশা গার্ল নাইমাকে ঘিরে। নাইমা চরিত্রে অভিনয় করছেন নভেরা চৌধুরী।
অমিতাভ রেজা বলেন, এরইমধ্যে ছবির শুটিং প্রায় শেষ। অতিথি চরিত্রে শাকিব খান কাজ করবেন। এখন বাকি শুধু তার শুটিংটাই। তার অংশটুকু এরইমধ্যে করে ফেলাবো বলে আশা করছি।
Leave a Reply