লালসবুজের কণ্ঠ স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে পরবর্তী ম্যাচে বার্মিংহামে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। এ ম্যাচের আগে সাত দিন কোন খেলা না থাকায় অলস সময় কাটাচ্ছে টাইগাররা। ২৫ তারিখেই বার্মিংহামে পৌঁছেছে তারা, উঠেছে হায়াত রিজেনসি হোটেলে। অন্যদিকে শুক্রবার বার্মিংহামে এসে একই হোটেলে উঠেছে ভারতীয় ক্রিকেট দল।
বার্মিংহামের এজবাস্টনে ভারত তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তারা মোকাবেলা করবে ইংল্যান্ডের। এ কারণেই তারা ঘাটি বেঁধেছে বার্মিংহামে। উঠছে বাংলাদেশে যে হোটেলে আছে সে হোটেলেই।
ম্যানচেস্টার থেকে রওনা হয়ে বিরাট কোহলির দল বার্মিংহামের হোটেলে ওঠার আগে স্থানীয় মসজিদে জুমার নামাজ পড়তে বেরিয়ে পড়েন মাশরাফী, মুশফিক, মাহমুদউল্লাহ। সৌম্য বেরিয়ে পড়েন ঘুরতে। তার আগে সাব্বির নিজেই গাড়ি ড্রাইভ করে চলে যান বাইরে। বাকি ক্রিকেটাররা ছুটিতে চলে গেছেন বিভিন্ন শহরে। ঘুরে বেরিয়েই কাটাচ্ছেন তারা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিনের ছুটি দেয়া হয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের। সে ছুটি শেষ হচ্ছে শনিবার। গত কয়েকদিন ফাঁকা থাকা হায়াত রিজেনসি ব্যস্ত হয়ে পড়বে ক্রিকেটারদের পদচারণায়। রোববার অনুশীলনে নেমে যাবে দল। বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশকে জিততেই হবে মঙ্গলবারের ম্যাচে ভারতের বিপক্ষে।নয়তো থেমে যাবে টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন।
Leave a Reply