একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়া নাজমীন নাহার পেলেন দুধেল গাভী - লালসবুজের কণ্ঠ
    মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

    একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়া নাজমীন নাহার পেলেন দুধেল গাভী

    • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা গ্রামের নাজমীন নাহার। চার সন্তানের খাবারের জন্য তাকে বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছিল গরুর দুধ। এ নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছিল পরিবারকে। সন্তানসহ মায়ের পুষ্টি চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দুধেল গাভী তুলে দেয়া হয়।

    শিশুদের বাবা মামুনুর রশিদের হাতে বাচ্চাসহ গাভীটি তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৫৩ বিজিবি’র পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আবদুস সালাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কবীর উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, ৪ শিশু ও তাদের মায়ের পুষ্টির কথা বিবেচনা করে তাদের বাচ্চাসহ একটি গাভী দেয়া হয়েছে। এই গাভী প্রতিদিন ৪ কেজি করে দুধ দেবে। এই দুধ দিয়ে একই সাথে মা ও শিশুদের খাবার যোগানের পাশাপাশি পুষ্টি চাহিদাও মিটবে। তিনি আরও বলেন, কোনো একজনকেও পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সকল মানুষের উন্নয়ন। তারই অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে পরিবারটিকে গাভীটি প্রদান করা হলো। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    গত ৮ জানুয়ারি রাজশাহীর একটি ক্লিনিকে চার সন্তানের জন্ম দেন নাজমীন নাহার। চার সন্তানের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে। এক সঙ্গে চার সন্তানের জন্ম এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করে।

    823Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর