নিউজ ডেস্ক লালসবুজের কণ্ঠ:
করোনাভাইরাসে দেশে গত একদিনে আরও ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে একজন কোভিড রোগী মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয় ৩৫ জন।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ১ শতাংশের নিচে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২০ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জনে দাঁড়াল।
টানা ছয় দিন করোনায় কারো মৃত্যু না হলেও গত এক দিনে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে হলো ২৯ হাজার ৪২৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৩ জন কোভিড রোগীর সেরে উঠেছে। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।
লালসবুজের কণ্ঠ/এস এস
Leave a Reply