উপস্থাপণায় সালমানের পারিশ্রমিক ৩১ কোটি টাকা - লালসবুজের কণ্ঠ
    মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন

    উপস্থাপণায় সালমানের পারিশ্রমিক ৩১ কোটি টাকা

    • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯

    লারসবুজের কণ্ঠ :ডেস্ক
    সালমানের পারিশ্রমিক ৩১ কোটি টাকা
    সামনেই আসছে ‘বিগ বস’-এর নতুন সিজন ৷ ‘বিগ বস’ টেলিকাস্ট হওয়া মানেই ভারতসহ সারা বিশ্বের মানুষের তুমুল কোলাহল আর তুমুল উত্তেজনা ৷ সেই সঙ্গে প্রচুর প্রচুর টিআরপি ৷ প্রতিবারের ‘বিগ বস’-এর নতুন সিজন আগের বারের সিজনকে ছাপিয়ে যায় ৷ আর এ বার আর কিছুদিন পরেই আসছে ‘বিগ বস ১৩’৷

    সব মিলিয়ে ভারতের পাশাপাশি সারা বিশ্বের টেলি দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ থাকছে নতুন চমক ৷ সেই সঙ্গে বিনোদনের সম্পূর্ণ ব্যবস্থা ৷ এ বারও বিগ বসের উপস্থাপনার দায়িত্বে থাকছেন সলমন খান ৷ কিন্তু সামনে এল এমন তথ্য যা হয়তো চোখ কপালে তুলে দেবে সবারই ৷

    ‘বিগ বস ১৩’-র জন্য সলমন খান কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন-সেই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু বলিউডে ৷ গত বছর ‘বিগ বস’-এর উপস্থাপনা করার জন্য এপিসোড পিছু ১২ থেকে ১৪ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়েছিলেন সালমান ৷ আর এ বার নাকি তার সেই পরিশ্রমিক দ্বিগুনেরও বেশি হতে চলেছে ৷

    শোনা যাচ্ছে, ‘বিগ বস ১৩’-র উপস্থাপনার জন্য এপিসোড পিছু ৩১ কোটি টাকা করে পারিশ্রমিক পেতে চলেছেন এই বলিউড সুপারস্টার ৷

    75Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর