চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারের পুরাতন ব্রীজে ( ঈদরীস ও সায়েদ এর হোটেলের অপজিটে) চাঁপাইম্যাংগোআচারকর্ণারের শুভ উদ্ধোদন অনুষ্ঠিত হলো। উদ্ধোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন #চাঁপাইম্যাংগো ব্রান্ডের উদ্যোক্তা মোসাঃ নূররাফিয়া খানম (রিতা), উদ্যোক্তা মোঃ আসাদুল হক হায়দারী, শিবগঞ্জ উপজেলা ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সভাপতি প্রভাষক ওমর ফারুখ, সাধরণ সম্পাদক মোঃ ইসমাইল খান শামিম, কানসাট আম ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ওমর ফারুখ টিপু, কানসাট ইউনিয়নের বিশিষ্ট আমচাষী মোঃ শফিকুল ইসলাম ভুট্টু, মোবারকপুর ইউনিয়নের বিশিষ্ট আমচাষী ও ৫ নং মোবারকপুর ইউনিয়ন সদস্য মোঃ সেরাজুল ইসলাম চান্নু, মোবারকপুর ৬ নং ওয়ার্ড সদস্য ও আমচাষী মোঃ মোস্তফা, বিশিষ্ট আমচাষী আব্দুল মান্নান, বিশিষ্ট আমচাষী ঈদিল আহম্মেদ, বিশিষ্ট আমচাষী সুমন চৌধুরী সহ উপজেলার বিভীন্ন আমচাষী ও উদ্যাক্তারা।
শিবগঞ্জ উপজেলা ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সভাপতি প্রভাষক ওমর ফারুক বলেন “আমের এই দূর্দীনে #চাঁপাইম্যাংগো-এর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়, আমের বাই প্রোডাক্ট উৎপাদন করতে না পারলে আমের সূদীন ফিরানো খুবই কঠিন হয়ে যাবে।” শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল খান শামীম বলেন, ” আমের বাই প্রোডাক্ট উৎপাদন ছাড়া আমচাষীদের দ্বিতীয় বিকল্প নাই এক্ষেত্রে #চাঁপাইম্যাংগো অগ্রণী ভূমিকা পালন করতে পারে। উদ্যোক্তা নূর রাফিয়া খানম বলেন, “আমি মহিলা উদ্যোক্তা হিসেবে পরিবারের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটির পথচলা শুরু করেছি ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো। আম ও আম প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনে চাঁপাই ম্যাংগো ব্রান্ড একদিন দেশসেরা হবে এই কামনায় করি।” উদ্ধোদনী অনুষ্ঠানের দোওা পরিচালনা করেন মোঃ নুরুল ইসলাম মারুফ।।
Leave a Reply