উত্তরায় লরিচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত - লালসবুজের কণ্ঠ
    মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

    উত্তরায় লরিচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

    • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

    নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


    রাজধানীর উত্তরায় লরিচাপায় কাজী মাসুদ (৩৮) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

    এ ঘটনায় লরিটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

    শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় কনস্টেবল মাসুদকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রোববার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. বদরুল হাসান বলেন, কনস্টেবল মাসুদ আব্দুল্লাহপুর এলাকায় রাত্রিকালীন দায়িত্বে ছিলেন। রাস্তা পারাপারের সময় একটি লরি তাকে ধাক্কা দেয়। ওইসময় ঘটনাস্থলে কর্তব্যরত সার্জেন্ট তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি জানান, ঘটনার পরপরই ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন


    লালসবুজের কণ্ঠ/এআর

    0Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর