রাজশাহী সংবাদদাতা:
গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল ফিতরের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার (২৪ জুন) থেকে ক্লাস শুরু হচ্ছে। এর আগে রোববার (২৩ জুন) সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম শুরু হয়।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (রোববার) সকাল ১০টায় আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। সোমবার থেকে রুটিন মাফিক ক্লাস শুরু হবে। এছাড়া রোববার থেকে দাফতরিক কার্যক্রম শুরু হয়।’
উল্লেখ্য, এর আগে গত ৮ মে থেকে টানা ৪৭ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হয়। হলসমূহ বন্ধ হয় ৩০মে বৃহস্পতিবার। এছাড়া অফিস সমূহ বন্ধ থাকে ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত।
Leave a Reply