ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল নয়টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে প্রশাসন ভবন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ রঙ বেরঙের কুলা, পাখা, মুখোশ, ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলা ও বিজ্ঞান অনুষদের মধ্যে বটমুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. কামাল উদ্দিন, প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল, প্রফেসর ড. তপন কুমার রায়, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ড. শফিকুল ইসলাম, ড. আমজাদ হোসেন, ড. মুরশিদ আলম, সহকারী অধ্যাপক সাহিদা আক্তার আশা, সাহাবুব আলম, শরিফুল ইসলাম জুয়েল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভার:) এএইচএম আলী হাসান ও প্রধান প্রকৌশলী (ভারঃ) মুন্সী মোঃ তারেকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।
আতিকুর/ইবি/শান্ত
Leave a Reply