1. [email protected] : News room :
ইংল্যান্ডকে ২৮৬ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

ইংল্যান্ডকে ২৮৬ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

ক্রীড়া ডেস্ক:
ফিঞ্চের সেঞ্চুরির পরও প্রত্যাশা অনুযায়ী স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া। ক্রিস ওকস, জোফরা আর্চার, মার্ক উড তিন পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিরা দ্রুত হারিয়ে বসে ম্যাক্সওয়েল, স্টয়িনিস ও স্টিভেন স্মিথকে। এতে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৫ রান তোলে অজি শিবির।

লর্ডসে মর্যাদার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। এ ম্যাচেও অজিরা বড় স্কোরের ভিত্তি গড়ে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটিতে। এ বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে ছয়বারই এ দুজন পঞ্চাশের উপর সংগ্রহ গড়েন। ৬টি বাউন্ডারিতে ওয়ার্নার ও নয়টি বাউন্ডারিতে ফিঞ্চ তুলে নেন হাফসেঞ্চুরি।

ইংলিশদের সঙ্গে মাঠে নামার আগে বিশ্বকাপে দুইবার ওপেনিং জুটিতে শতরানের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। মরগানদের বিপক্ষে সংখ্যাটি তিনে পরিণত করেন তারা। ওয়ার্নারও বিশ্বকাপে এবার প্রথম ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। মঈন আলীর বলে ৫৩ রান করে আউট হন ওয়ার্নার। এতে ১২৩ রানের ওপেনিং জুটি থামে অজিদের।

দ্বিতীয় উইকেটে খাওয়াজাকে নিয়ে আরেকটি ভালো জুটি গড়েন অধিনায়ক ফিঞ্চ। এ জুটিতে ৫০ রান তোলেন তারা। ২৩ রান করে স্টোকসের বলে আউট খাওয়াজা। ফিঞ্চ একপ্রান্তে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেন। ইংলিশদের বিপক্ষে এটি ফিঞ্চের সপ্তম সেঞ্চুরি। ১১টি চার ও দুই ছক্কাতে এ অর্জন ফিঞ্চের।

তবে ১০০ রানে তাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। আর্চারের বলে ফাইন লেগে ক্রিস ওকসের ক্যাচে পরিণত হন ফিঞ্চ। ম্যাক্সওয়েল ক্রিজে এসে আ্উট হন দ্রুত। ১২ রানে তাকে ফেরান মার্ক উড। ছন্দের বাইরে থাকা স্টোয়িনিস ব্যর্থ হন এ ম্যাচেও। স্টিভেন স্মিথের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আট রানে রানআউট তিনি। স্মিথ আউট ৩৮ রানে। উইকেটরক্ষক ক্যারে ৩৮ রান অপরাজিত ছিলেন।

৩৭তম ওভারে ২০০ রান স্কোরবোর্ডে জমা করে অজি শিবির। ডেথ ওভারে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি অজিদের ইনিংস। শেষ দশ ওভারে অজিরা তোলে মাত্র ৭০ রান।

93Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর