1. [email protected] : News room :
আশুরা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

আশুরা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


পবিত্র আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার (৯ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোনামসজিদ কাস্টমসের ডিপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল ১০ আগস্ট যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, পবিত্র আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে। ১ দিনের ছুটির কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

সেই সঙ্গে আমদানীকৃত পণ্য চালানের পরীক্ষণ, শুল্কায়ন, খালাসসহ সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

এ সংক্রান্ত তথ্য সোনামসজিদ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্ট দফতর ও ভারতের মহদিপুরের এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতিকে এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে।


কামাল/এআর

59Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর