স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ দল এখন সাউদাম্পটনে। এ শহরেই টিম টাইগার্সের পরের ম্যাচ। সাইফুদ্দিন ও মোসাদ্দেক ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারলেও আফগানিস্তান ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। তবে আফগানদের বিপক্ষে নেতিবাচক ফল এলে দলের জন্য বড় ধাক্কা হবে বলে মনে করছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও দলের ইতিবাচক মনোভাবে সন্তুষ্ট বিসিবির পরিচালক। আসরের বাকি ম্যাচগুলোতে তা বজায় থাকলে শেষ চার অসম্ভব নয়; তবে আফগানদের বিপক্ষে দলকে সতর্ক থাকার পরামর্শ আকরাম খানের।
অন্য দলগুলোর তুলনায় দলে বিশ্বমানের বোলার না থাকা পার্থক্য গড়ে দিচ্ছে বলেও মনে করছেন বিসিবি পরিচালক।
সোমবার সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে আফগানদের বিপক্ষে লড়বে টিম টাইগার্স।
Leave a Reply