স্পোর্টস ডেস্ক লালসবুজের কণ্ঠ:
সামনে কঠিন সমীকরণ সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাংলাদেশকে। হারলে শেষ সেমিতে খেলার সম্ভাবনা। সোমবার তেমনই চ্যালেঞ্জে সাউদাম্পটনের রোজ বৌলে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
ম্যাচে টস ভাগ্য সঙ্গে ছিল না মাশরাফি বিন মর্তুজার দল। আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব টস জিতে শুরুতে ব্যাটিংয়ে পাঠালেন টাইগারদের। সকালে ঝিরিঝিরি বৃষ্টির জন্য টস দশ মিনিটে অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে দুই জয়ে (দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও তিন হারে (নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) পাঁচ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এখন বাংলাদেশ।
অন্যদিকে ৬ ম্যাচের প্রতিটিতেই হেরে (অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে) শূন্য পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে আফগানিস্তান। বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে বিরাট কোহলিদের কাছে হারের পরই।
ওয়ানডেতে এখন অব্দি ৭ বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে টাইগারদের ৪টিতে জয় আর হার ৩টিতে।
Leave a Reply