আপনি সময় বাঁচাতে পারবেন না।আপনি কেবল তা ভিন্ন ভাবে ব্যয় করতে পারবেন।আপনার বর্তমান জীবনের প্রতিটি অংশ আপনার অতীত কর্মকান্ডের ফলাফল।যদি আপনি অন্য রকম ভবিষ্যত চান,তবে বর্তমান সময়কে ভিন্নভাবে ব্যয় করতে হবে।আপনাকে নিজের সম্পর্কে ও জীবনের আকাঙ্খিত বস্তু পাওয়ার জন্য সময়কে সময়কে কিভাবে ব্যবহার করবেন, সে সম্পর্কে ভাবনা বদলাতে হবে।
সময় এক অর্থে টাকার মতই।একে হয় খরচ অথবা বিনিয়োগ করা যায়।যদি আপনি সময় ও অর্থ ব্যয় করেন, তবে তা চিরদিনের জন্য চলেই গেল।
আপনি কখনো ফেরত পাবেন না।তবে যদি আপনি বুদ্ধিমত্তার সাথে সময় বা অর্থকর বিনিয়োগ করেন, ভবিষ্যতে আপনি বেস সুবিধা পাবেন।
সময়কে আপনি কিভাবে ব্যবহার করছেন,সেটাই নির্ধারণ করবে আপনার বর্তমান ও ভবিষ্য জীবনের মান।
সময়কে আপনার সবসময় হিংসা করা উচিত। নিম্নমানের কোন কাজে তাকে ব্যয় না করার ব্যাপারে আপনাকে বেপরোয়া হতে হবে। সময় নিয়তির নিয়মে চলে যার উপর আপনার কোন কন্ট্রোল নাই তাই সময়ের সাথে তালমিলিয়ে আপনাকে জীবনতরী পরিচালোনা করতে হবে।আপনি আপনার সময় আপনার প্রয়োজনে ব্যবহার এবং তার মূল্য বুঝে নিন।
মোঃমাসুদ রানা।
Leave a Reply