পৃথিবীর সবচেয়ে বড় নির্ভরতার জায়গা বাবা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমং তপঃ পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতা পরম তপস্যার।
পিতা কিংবা বাবা, সন্তানের প্রতি পিতার ভালোবাসাতো সবসময়ই। তবে বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস।
আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী বাবা দিবস উদযাপিত হয়। পশ্চিমা বিশ্বে এই ধারণা প্রচলিত হলেও আমাদের দেশেও মহাসমীরণে এ দিনটি উদযাপন করা হয়।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এ দিনটি উদযাপন করা হয় বিশেষভাবেই।
১৯০৮ সালে প্রথম বাবা দিবসের এ উদ্যোগ নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুলাই এই দিবস পালন করা হয়।
এরপর ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন।
১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন।
Leave a Reply