লালসবুজের কণ্ঠ ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে টাইগাররা ছুটি কাটাচ্ছেন। কয়েকদিন বিশ্রাম শেষে চলতি মাসের শেষের দিকে ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। এই সফরে তিনটি ওয়ানডে খেলবে দুদল। সোমবার (৮ জুন) ম্যাচ তিনটির সূচিও প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আসন্ন সিরিজটিকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করা হবে ১৫ জুলাই।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে নানান আলোচনা শুরু হয়। আইপিএল, ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের লম্বা মিশন শেষে বিশ্রামে থাকতে এই নিয়ে বিসিবির কাছে চিঠিও নাকি দিয়েছেন সাকিব; তবে দেশের একটি গণমাধ্যমকে বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাকিবের কাছ থেকে ছুটির বিষয়ে এখনো কোনো পত্র পায়নি বিসিবি।
সুতরাং ধরেই নেওয়া হচ্ছে সাকিবকে যুক্ত করেই লঙ্কানদের বিপক্ষে দল ঘোষণা করবে বিসিবি। এছাড়া এই সফরে মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়েও ওঠে শঙ্কা; হয়তো অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি বিশ্বকাপেই (পাকিস্তানের বিপক্ষে) খেলে এসেছেন তিনি। তবে বিসিবি সূত্র জানাচ্ছেন, ম্যাশকে নিয়েই এই সফর করবে টাইগাররা।
Leave a Reply