নিউজ ডেস্ক,লালসবুজের কণ্ঠ;
পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটির কারণে দুইদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পহেলা বৈশাখের কারণে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। পরদিন শুক্রবার (১৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও স্থলবন্দর বন্ধ থাকে।
তবে বন্ধের সময় স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। দুইদিন পর আজ শনিবার থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
লালসবুজের কণ্ঠ/তন্বী
Leave a Reply