মহানগর সংবাদদাতা,ঢাকা:
শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নেয়ার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে স্থাপনেও সরকারের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার প্রস্তাব করেছে কমিটি।
মঙ্গলবার (২ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এই প্রস্তাব করা হয়।
এ বিষয়ে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন বলেন, আমরা প্রায়ই দেখি এক জায়গায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠা। আবার অন্য জায়গায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ সমস্যার সমাধন করতেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে সরকারের অনুমতি নেয়ার প্রস্তাব করা হয়েছে। এদিকে কোচিং সেন্টারেও একই অবস্থা। এ জন্য কোচিং সেন্টার খোলার আগে সরকারের অনুমতি নেয়ার জন্য প্রস্তাব করা হয়।
এছাড়াও বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা ও সারাদেশে যত্রতত্র যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে আলোচনা হয় বলে জানান তিনি।
বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, একেএম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু উপস্থিত ছিলেন।
Leave a Reply