গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা সরকারি কলেজে অধ্যক্ষের অনিয়ম-দূর্নীতি ও ১২০ শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন ত্রুটির প্রতিবাদে সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ কর্মসুচী পালন করেছে সাধারন শিক্ষার্থীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়ক আধাঘন্টা অবরোধ করে এ কর্মসুচী পালন করে তারা।
এ সময় রাস্তার দু-পাশে দীর্ঘ জ্যাম লাগে। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শেষে কলেজের প্রশাসনিক ভবনে গিয়ে তালা লাগায়।
শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ মিজানুর রহমান সরকারি কলেজে যোগদান করার পর থেকেই নিয়মিত ক্লাশ না হওয়া, প্রাইভেট বাণিজ্যসহ বিভিন্ন সময় নানা অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে তারা। সর্বশেষ ডিগ্রি প্রথম বর্ষের ১২০ জন শিক্ষার্থীর বিষয় কোড ভূল আসায় ক্ষুব্দ হয়ে ওঠে শিক্ষার্থীরা।
তাদের দাবি, কলেজ প্রশাসনের গাফলতির কারনেই এত বড় ভূল হয়েছে। অচিরেই শিক্ষার্থীদের রেজিষ্টেশন সংক্রান্ত জটিলতা দুর করে অধ্যক্ষের অপসারন দাবি করেন তারা।
এদিকে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, অনিয়ম -দূর্নীতির বিষয়টি অস্বীকার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রেজিষ্টেশন জটিলতা দুর আশ্বাস দেন।
Leave a Reply